বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ট্রাকের ধা'ক্কায় যুবকের মৃ'ত্যু

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৫ ০১:৫৭:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
86

জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়ন এলাকায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবকের নাম কাজল দাস (২২)। তিনি ওই ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের পুত্র। 


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় কাজল দাস নিজ বাড়ী যাওয়ার পথে লালাখাল চারিকাঠা রাস্তার সম্মুখে চারিকাঠা বাজার এলাকায় নজরুল ইলেকট্রনিকস দোকানের সামনে এসে পৌছালে বেপোরয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 


পরে গুরুতর আহত অবস্থায় কাজলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।


বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনী। তিনি জানান খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি