বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

রাজনগর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৫ ০১:৪৫:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান নাইম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য পিঠা উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের স্টলে স্টলে সাজিয়ে রাখতে দেখা যায় বেশ কয়েক  রকমের পিঠা। এসব পিঠার স্বাদ যেমন ভিন্ন, তেমনি নামও বৈচিত্র্যময়। যেমন- পাটিসাপটা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, খেজুর ফিন্নি ইত্যাদি।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি