বানিয়াচংয়ে অসহায় ও হতদরিদ্রের ওএমএস'র চাল কালো বাজারে বিক্রি করায় এমদাদুল ইসলাম রকি (৩৪) নামে এক ডিলার সেনাবাহিনীর হাতে চালসহ আটক হয়েছে।
সে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের দাসপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় বড় বাজারস্থ আইএফআইসি ব্যাংকের সামনে মেসার্স রৌজা এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম রকি খোলা বাজারে ওএমএস'র সরকারি চাল ৩০টাকা কেজি মূল্যে হতদরিদ্রদের মাঝে বিক্রি না করে গোপনে বেশি মূল্যে অন্যত্র বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওএমএসের ৫০ কেজির ৫ বস্তায় ২৫০ কেজি চাল বিক্রির জন্য অটোরিক্সায় নিয়ে যাওয়ার সময় হাতে নাতে জানু মিয়াসহ ২ ড্রাইভারকে আটক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওএমএসে'র ডিলারসীপ লাইসেন্স বাতিল, নগদ ১ লাখ টাকা জরিমানা ও জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন।