বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মুনাঈম-লবীব

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২৫ ০৭:৩৪:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
17

সিলেটের এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।


সোমবার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শেখ মো.নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহের সুপারিশে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো.রিয়াজ ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।


এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি ইমরান ইমনের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ মনোনীত হয়েছেন।


কমিটিতে সহ-সভাপতি শ্রীবাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান মনোনীত হয়েছেন।


এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে শাহ্ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, ফাতেমা আক্তার সোনিয়া, আবু মুহতাদী চৌধুরী, আমিনা ছিদ্দিকা খান, মেহেদি হাসান তানিম, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভকে মনোনীত করা হয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি