গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সিলেটে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে। এছাড়া আরও ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০/৪৫ জনকে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের সিনিয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে মামলাটি (গোলাপগঞ্জ সিআর মামলা নং ৯৬/২০২৫) দায়ের করেন গোলাপগঞ্জের রনকেলী নয়াগ্রামের মো. আব্দুল মুতলিবের ছেলে নজমুল ইসলাম।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন তিনি একজন অটোরিকশা চালক হলেও কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে ছাত্র-জনতার মিছিলে আসামিরা সশস্ত্র হামলা চালায়।
হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে বাদীসহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। তার চোখ কান ও মাথায় গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সবশেষে তিনি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেন।
তিনি হাসপাতাল থেকে ছাড়া পান গত বছরের ৩০ অক্টোবর।
মামলা দায়েরে বিলম্বের কারণ হিসাবে বাদী উল্লেখ করেছেন চিকিৎসার জন্য সিলেটের বাইরে থাকা ও আসামিদের নাম পরিচয় উদ্ধারে দেরি হওয়া।
জাবেদসহ এই মামলায় সিলেট সিটি করপোরেশন, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, বিশ্বনাথ, দক্ষিন সুরমা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এই মামলাসহ শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাতের ঘটনায় দায়েরকৃত মোট ১৫টি মামলার আসামি করা হলো।