বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

‘বাস-টোয়াস’ তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড পেলেন শাবির দুই অধ্যাপক

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৫ ০৭:৫৩:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
118

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক প্রধানকৃত ‘বাস-টোয়াস’ অ্যাওয়ার্ড পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই অধ্যাপক।


অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ মিজানুর রহমান খান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।


রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


এতে বলা হয়, অধ্যাপক মিজানুর রহমান ‘ইয়ং সাইন্টিস্ট প্রাইজ ইন ফিজিক্যাল সায়েন্সেস ফর দ্যা ইয়ার-২০১৫’ এবং অধ্যাপক জাকির হোসেন ‘ইয়ং সাইন্টিস্ট প্রাইজ ইন বায়োলজিকাল সায়েন্সেস ফর দ্যা ইয়ার-২০১৮’ অ্যাওয়ার্ড পেয়েছেন।


বাংলাদেশে ফিজিক্যাল সায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর দুই ক্যাটাগরিতে দুইজন গবেষককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।


প্রসঙ্গত, গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান ২০২৪ সালে ও অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ২০২১ সালে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি