বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সিলেটে ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ১

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৫ ০৬:৩০:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
44

সিলেটে ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ ও মো.শিপন গাজী (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শাহপরাণ থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশ থেকে চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।


গ্রেফতারকৃত মো.শিপন গাজী (১৯) ঢাকার আশুলিয়া থানার গাজীরচর মধ্যপাড়ার মো.গুলজার হোসেনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে শাহপরাণ (রহ) থানার অফিসার ইনচার্জ মো.মনির হোসেনের তদারকিতে এসআই (নিঃ) মো.সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সেসহ অভিযান পরিচালনা করে দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে ভারতীয় চিনি ভর্তি একটি বড় ট্রাক (রেজিঃ নং-চট্ট-মেট্টে-ট-১১-৯৮৯২) জব্দ করা হয়। তখন ট্রাকের ড্রাইভার দৌড়ে পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে গ্রেফতার করা হয়।


এসময় ট্রাক তল্লাশি করে বালুর নিচ থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ কর করা। যার বাজার ১৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকা।


গ্রেফতারকৃত মো.শিপন গাজীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার আশুলিয়া থানার ট্রাক চালক মো.রিয়াজ (২৮) ও মালামালের মালিক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।


এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে শিপনকে আদলতে সোপোর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি