শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২৫ ০২:১১:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহী করে তুলতে হবে। আধুনিক তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহে শিক্ষার্থীরা শারীরিক অনুশীলনের ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছে। এমন অবস্থায় তাদেরকে খেলাধুলাসহ সহপাঠক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।


নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝরনারপাড়স্থ ‘ব্যানিয়ান ব্রিটিশ স্কুল’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


স্কুলের প্রিন্সিপাল জাকিরা ফাতিমা লিমি চৌধুরী’র সভাপতিত্বে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।


স্কুলের শিক্ষিকা রুপা বেগম এবং এডমিন অফিসার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, স্কুলের ডিরেক্টর শিহাব উদ্দিন, এমএএস রুহেল, জহিরুল ইসলাম সুহেল, অভিভাবক সদস্য রোটারিয়ান মোঃ সাবের চৌধুরী, রোটারিয়ান মোঃ তোফায়েল আহমদ।


ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষক মাহবুবুল আলম মাহি, হাবিবুর রহমান মুন্না, নিশাদ তামান্না, জান্না আক্তার, মারওয়া, তাহমিনা হোসেন ইমা, সাওদা ইসলাম সোহা, মুনমুন, রিভনী।


ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষকদের মধ্যে বিজয়ী হন, মাহবুবা সুলতানা, সানজিদা হক আঞ্জুম, শারমিন জাহান সনছি। অভিভাবকদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হন, আমারার মা, দাউদের মা, ইরহার মা, আফিফের মা।


ম্যাজিক পরিবেশনা করেন, আব্দুর রহমান আরহাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাসুদ কামাল আদিল।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি