বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক

  • প্রকাশের সময় : ১২/০২/২০২৫ ১২:৩৩:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
67

কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্টানটি।


সংগঠনের সভাপতি শেখ এম শামীম শাহেদর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল  আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, আব্দুল মান্নান, বেলাল উদ্দিন, বদরুল চৌধুরী, সাবিনা আক্তার, ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা কবি মোহাম্মদ ইকবাল, উপদেষ্টা মোঃ সুলেমান আলী, নজরুল ইসলাম ও ইউনাইটেড শমসেরনগর এর আহবায়ক আমিনুল ইসলাম লিটন।


এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, নিয়াজ পারভেজ চৌধুরী, সদস‍্য আজিজ আহমদ রিপন, যুগ্ম সম্পাদক কাজী আমিন রশিদ, হাসান মোরশেদ, কোষাধ্যক্ষ মোঃ ইয়াকুব আলী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি হাসান চৌধুরী শিপন, শাহিদুর রহমান তানভীর, শাহ জামাল চৌধুরী, আজিজুল হোসেন জুবেল, কাজী ফয়সাল আহমেদ, মোঃ মনোয়ার হোসেন, মোঃ জাকির হোসেইন, সাইফুল আলম চৌধুরী আলাল, ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ইয়াকুব আলী।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি