শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সাহিত্য বিষয়ক সংগঠন লিখিয়ে সাহিত্য সংসদের উদ্যোগে সোনালী কাবিনের কবি নামে খ্যাত আল মাহমুদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিলেটের প্রাচীন সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল।
প্রধান অতিথি বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করে আল মাহমুদের লেখাগুলো পড়ে তার আদর্শকে ধারণ করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিতি ছিলেন শাাবিপ্রবি লিখিয়ে সাহিত্য সংসদের সাবেক সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীরা।
এদিকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন সংগঠনটি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনটির পরিচালক সৈয়দ আসিফ আবরার অনুষ্ঠানে অংশগ্রহণ করার করার জন্য সবাইকে অভিনন্দন জ্ঞাপন ও জুলাই অভ্যুত্থান নিয়ে লিখিয়ে সাহিত্য সংসদের উদ্যোগে প্রকাশমান 'তারুণ্য ২৪' সংখ্যায় লেখা জমাদানের আহবান জানান। পাশাপাশি শাবিপ্রবি লিখিয়ে সাহিত্য সংসদের দ্বিমাসিক সাহিত্য পত্রিকা 'লিখিয়ে'-তেও লেখা জমাদানের জন্য শিক্ষার্থীদের আহ্বান করেন তিনি।