বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
যৌথবাহিনীর অভিযান

সারাদেশে আজ থেকেই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২৫ ০৪:৫১:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
57

গাজীপুরে ছাত্র–জনতার ওপর গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’–এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।


সিলেট প্রতিদিন / আর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি