শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২৫ ০২:৫৬:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
36

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বইছে কনকনে শীত। সকালে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের কমাতে পারেনি। শনিবার (৮ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানানো হয়। এটিই দেশের শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা।


তবে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই পারদ নেমে গেছে।


আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, আজ শনিবার সকাল ৬টায় এবং সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।


তিনি আরও বলেন, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি এখনে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রকৃতি থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। এই শেষ মুহূর্তে এ অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। আশা করা যায়, এটিই শীত মৌসুমের শেষদিকের তীব্রতা। তারপর থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে।


আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, শ্রীমঙ্গল অফিস সূত্র জানায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, শ্রীমঙ্গলের পর সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা হলো ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলের পর শনিবারের সর্বনিম্ন তাপমাত্রার ‘দ্বিতীয় স্থানে’ রয়েছে রাজশাহী, সেখানের তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে ‘তৃতীয় স্থানে’ রয়েছে ঈশ্বরদী।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি