শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের নতুন সভাপতি তানজিনা, সম্পাদক আয়শা

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২৫ ১১:১০:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
60

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার ২য় নগর কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নব নির্বাচিত সভাপতি তানজিনা বেগমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আয়শা আক্তারের পরিচালনায় আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর সংগঠক মিসবাহ খান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সোনারূপা চা বাগান এর আহ্বায়ক বিপুল কর্মকার প্রমুখ৷ 


আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্তমান প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কাঠামোর ভয়াবহ রূপ জনগণের সামনে উন্মোচিত করেছে। বঞ্চিত মানুষের যুগসঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিলো এই অভ্যুত্থান। কিন্তু সহস্র প্রাণের বিনিময়েও কাঙ্ক্ষিত মুক্তি পাওয়া যায় নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশজুড়ে দখলদারিত্ব, নাগরিক অধিকারের ক্রম সংকোচন, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জানমালের নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চিত শ্রমিকের গুলিবিদ্ধ দেহ, চা শ্রমিকের উপর শোষণ — এই প্রতিটি বিষয় সাক্ষ্য দেয় যে, অভ্যুত্থানে সরকার পতন ঘটলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূলের নামে যে কথিত সংস্কার, বাহারি রাজনৈতিক বন্দোবস্ত ও লোকরঞ্জনবাদী কর্মকাণ্ড চলছে, তার কোনোটাই ফ্যাসিবাদ দূর করবে না। বরং সাম্রাজ্যবাদ ও সামরিক মদদে এক লুটেরা বুর্জোয়া শক্তি থেকে আরেক লুটেরা বুর্জোয়া শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে, তাকে নানাভাবে বিভ্রান্ত করে, হতাশায় নিমজ্জিত করে নিষ্ক্রিয় করে দেওয়াই শাসকের রাজনীতি। ফলে জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হলে ফ্যাসিবাদী বুর্জোয়া ব্যবস্থার মেরামত নয়, আমূল পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের লড়াইয়ে গণতান্ত্রিক সিলেট নগর শাখা সিলেটের প্রতিটি ক্যাম্পাসে শ্রমজীবি মানুষের পক্ষে রাজনীতি বিনির্মাণে ভূমিকা রাখবে৷ একইভাবে শিক্ষাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে৷ 


আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে জড়ো হয়।


কমিটি পরিচিতি অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী এর আগে ২য় নগর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত কমিটি নির্বাচিত হয়৷ 


দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি : তানজিনা বেগম, সহ সভাপতি : মেহেদি হাসান, সাধারণ সম্পাদক : আয়শা আক্তার, সাংগঠনিক সম্পাদক : আবির খাঁন, দপ্তর সম্পাদক : নিপা আক্তার অজান্তা, অর্থ বিষয়ক সম্পাদক : শারমিন আক্তার রেশমা, চা ছাত্র বিষয়ক সম্পাদক : মঞ্জিসা যাদব, স্কুল বিষয়ক সম্পাদক : মারিয়ান নাফিস আবির৷ 

সদস্য : বিপ্লব কুর্মী, মাহবুবা আহমেদ মারিয়া, সৈয়দ তাহমিদ।



সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি