বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

জাউয়াবাজারে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২৫ ১০:৫০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
41

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাউয়াবাজার ইউনিয়ন শাখার সাবেক কয়েকবারের নির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবী, ইউনিয়ন বিএনপি নেতা শোয়েব আহমেদকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাউয়াবাজার ব্যবসায়ী সমিতি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মিলন অডিটরিয়ামে জাউয়াবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুনেদ আহমদের সঞ্চালনায় শুরুতে মহলবিশেষ কর্তৃক প্রভাবিত সুনামগঞ্জে পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খানের সম্মতিতে ছাতক থানার সদ্যসাবেক ওসি গোলাম কিবরিয়া হাসানের নির্দেশে পুলিশ কর্তৃক নির্যাতিত ব্যবসায়ী নেতা শোয়েব আহমদ তার উপর পুলিশী নির্যাতন ও হয়রানীর ঘটনার বর্ণনা তুলে ধরেন। 


প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এএম আলমগীর, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি পীর আসাদুর রহমান আসাদ, উপজেলা বিএনপির অন্যতম নেতা ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ। 


নির্যাতিত ব্যবসায়ী নেতা শোয়েব আহমদ বলেন, ‘স্থানীয় পাইগাঁও নিবাসী যুক্তরাজ্য প্রবাসী চিহ্নিত দুস্কৃতিকারী কবির আহমদের যোগসাজশে প্রভাবিত হয়ে এসপি আফম আনোয়ার হোসেন খানের অঙ্গুলী হেলনে ছাতক থানার সদ্য বদলিকৃত ওসি গোলাম কিবরিয়া হাসানের নির্দেশে পুলিশ বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করে।’ 

তিনি বলেন, ‘দুস্কৃতিকারী কবির আহমদের জনৈক দালাল মোবাইল ফোন করে আমাকে বাড়ি থেকে ডেকে এনে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয়। অথচ আমার বিরুদ্ধে কোন মামলা ছিল না। থানা হাজতে নেয়ার পর আমাকে কোন একটি মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়েছে। অবশ্য আমি পরের দিন আদালত থেকে জামিন লাভ করেছি।’


তিনি বলেন, ‘আমাকে হয়রানী করার অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে মর্মে আমি গত ২৮ ডিসেম্বর ছাতক থানায় চিহ্নিত দুস্কৃতিকারী যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদের বিরুদ্ধে একটি জিডি এন্ট্রি করি। কিন্তু অদ্যাবধিও পুলিশ এর প্রতিকারে কোন ব্যবস্থা নেয়নি।


তিনি এই জঘন্য অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানান এবং একই সাথে এলাকাবাসী ও জাউয়াবাজারের ব্যবসায়ীদের কাছে বিচার দাবি করেন। 


বক্তারা অন্যায়ভাবে ব্যবসায়ী নেতা শোয়েব আহমদকে গ্রেফতার-নির্যাতন এবং হয়রানীর তীব্র প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ এ ষড়যন্ত্রমুলক মিথ্যে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিও জোর দাবী জানান। 


এদিকে, এ ঘটনার পর গত ৫ ফেব্রুয়ারি বুধবার আকস্মিক পুলিশ হেড কোয়ার্টার থেকে ছাতক থানার বিতর্কিত ওসি গোলাম কিবরিয়া হাসানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি