সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের দুটি বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর পীরমহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আফতাব হোসেন খানের বাসায় ২০-২৫টি মোটরসাইকেল যোগে বেশ কিছু সংখ্যক যুবক হামলা ও অগ্নিসংযোগ করে সটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ধোয়া দেখে বাড়িতে গিয়ে আগুন দেখতে পান। এ সময় তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিটের এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আফতাব হোসেন খানের দুটি বাসার আগুন আমরা নিয়ন্ত্রণে আনি প্রায় এক ঘণ্টার চেষ্টায়। ঘরের বেশ কিছু আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, সারা দেশের বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে তার সূত্র ধরে সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে যায়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।