বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২৫ ১২:২৮:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
36

সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ ব্যাক্তির কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।


বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া হাতিমনগর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।


এসময় তুরুকভাগ গ্রামের হায়াত আহমদের ছেলে দাইয়ান আহমদ (২৬), মৃত মাখন মিয়ার ছেলে জাফর আহমদ,(৪০) নলুয়া গ্রামের কালা মিয়ার ছেলে আশিক মিয়া(৪৫)সহ মোট চারজনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।


ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।


জানা যায়, কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার দায়ে ৪ জনকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, 'জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।'


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি