বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন

সিলেটে বুলডোজার দিয়ে ভাঙ্গা হলো বঙ্গবন্ধুর ২টি ম্যুরাল

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২৫ ০১:২৫:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
57

বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও অপরটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ছিলো। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে এই দুইটি ম্যুরাল ভেঙে দেয়।


জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বুলডোজার সহকারে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন।


শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।


এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর‌্যালটি একদফা ভাঙচুর করা হয়। সর্বশেষ বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুড়িয়ে দেন।


এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি