গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারে কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের জন্মদিন ছিল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি।
আছিরগঞ্জ গণপাঠাগারে কবিকে শুভেচ্ছা জানাতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে অনুষ্টিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কবি এনামুল কবীর, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আতাউর রহমান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ নিয়াজ মাহবুব, আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল ঝুনু, মাহবুব মুরাদ প্রমুখ।
দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক নুরুল ইসলাম নুরের সঞ্চালনায় অনুষ্টিত এ অনুষ্ঠানে শুভেচ্ছার জবাবে কবি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার সাহিত্য সাধনা চলছে এবং চলবে। আজকের এই অভিনব আয়োজনে সবাইকে পেয়ে আমি আবেগাপ্লুত।
বক্তারা কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে আছিরগঞ্জের অনিরাজ রেস্টুরেন্টের সৌজন্যে কবির হাতে উপহার সামগ্রী তুলে দেন নিয়াজ মাহবুবসহ উপস্থিত সবাই।
সব শেষে কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আতাউর রহমান।