ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এই সতর্কবার্তা জারি করে।
এতে জানানো হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি এবং চক্র বাংলাদেশ দূতাবাস, রোমের নাম ব্যবহার করে প্রবাসীদেরকে ফোনে আর্থিক প্রতারণার চেষ্টা করছেন। এমনকি প্রবাসী ব্যক্তিবর্গকে দূতবাসে আটক রাখার মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশে প্রতারকচক্রের ব্যাংক হিসাবে টাকা প্রেরণের জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে।’
এতে আরও জানানো হয়, ‘বাংলাদেশ দূতাবাস, রোম থেকে কনস্যুলার সেবা ব্যতীত কখনই টাকা গ্রহণ করা হয় না এবং কনস্যুলার ফি বাবদ টাকা গ্রহণের সময় দূতাবাসে উপস্থিত হয়ে কার্ডে অথবা ক্যাশে টাকা জমা দিতে হয়। যার বিপরীতে রিসিট প্রদান করা হয়। ইমো, হোয়াটসঅ্যাপ বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্রের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।’