বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এসিল্যান্ড অফিসে চাঁদা না দেয়ায় ট্রাক চালক আটকের অভিযোগ

  • প্রকাশের সময় : ০৪/০২/২০২৫ ০৫:২৯:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
30

সুনামগঞ্জ সদর এসিল্যান্ড অফিসে সাপ্তাহিক চাঁদা না দেয়ায় এক ট্রাক চালককে আটকের অভিযোগ এনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। তোপের মুখে পরে আটক চালককে ছাড়তে বাধ্য হন এসিল্যান্ড।


মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় এক ট্রাক চালককে আটক করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাক চালকরা সড়কে ট্রাক আড়াআড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেন।


এসময় বিক্ষুব্ধ চালকরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, বালু-পাথর উত্তোলন বন্ধ থাকায় শতাধিক ট্রাক চালক ও শ্রমিক মাটি কেটে জীবিকা নির্বাহ করছেন। এজন্য এসিল্যান্ড অফিসের নামে প্রতি সপ্তাহে আড়াই লাখ টাকা চাঁদা নেওয়া হয়। চাঁদা না দেওয়ায় এক চালককে আটক করা হয়েছে।


চালকদের দাবি, নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়া এই চাঁদার অর্থ সংগ্রহ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান বলেন, আমার কার্যালয়ের কেউ যদি চাঁদা নিয়ে থাকে, তবে লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পরে প্রশাসনের আশ্বাসের পর চালকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি