ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৮টি মন্ডপে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী’র পূর্জা অর্চনা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান’সহ একাধিক ধর্মীয় সংগঠনের পাশাপাশি পারিবারিকভাবেও শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা করা হয়।
সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশ্বনাথ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছিল উৎসবের আমেজ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাই শ্রীশ্রী সরস্বতী পূজা আয়োজনের মূল কেন্দ্র বিন্দুতে থাকেন। শিক্ষার্থীদের আয়োজনেই বেশির ভাগ মন্ডপে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী’র পূজা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল থেকে ছিল সনাথন ধর্মবালম্বিদের সমাগম।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সের ছেলেদের পাঞ্জাবী ও মেয়েদের শাড়ীতে ছিলো সাদা-হলুদের সমন্বয়। উপজেলার ১৮টি মন্ডপের মধ্যে পৌর শহরেই ১২টি মন্ডপ থাকার ফলে সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল থেকে ছিল বিপুল মানুষের সমাগম।
বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে বিভিন্ন বয়সের মানুষ দল বেঁধে ছুটে চলেন এক মন্ডপ থেকে আরেক মন্ডপে।
এসময় শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দেব, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।