ছাতকে যুবলীগ নেতা মোঃ মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক থানার এস আই সৈয়দ গোলাম সারোয়ারের নেতৃত্বে এস আই আখতারুজ্জামান,এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শনিবার রাত থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইসলাম পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন (৪০) ইউনিয়নের গণেশপুর- বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
পুলিশ জানায় বিগত ৪ সেপ্টেম্বর ২০২৪ ইং সুনামগঞ্জ সদর থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২(সংশোধনী/২০১৯) আইনে দায়েরকৃত (মামলা নং-৫)এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ মোক্তার হোসেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ গোলাম কিবরিয়া হাসান, আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়।