বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ০২/০২/২০২৫ ০৬:১৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার আহবায়ক, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রধান জাকিয়া খান, সহকারী অধ্যাপক সালমা বেগম, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দা তানিয়া মাইশা, গীতা পাঠ করেন অর্পিতা চক্রবর্তী স্নেহা।


অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। বক্তারা বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। বক্তারা ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি