বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

সিলেটে স্ত্রীর জানাজার আগ মুহুর্তেই স্বামীর মৃ’ত্যু

  • প্রকাশের সময় : ০২/০২/২০২৫ ০৫:৫৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
132

সিলেটে স্ত্রীর জানাজার আগ মুহুর্তেই মারা গেছেন এক স্বামী। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর গ্রামে। স্বামী স্ত্রীর একই দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পারিবারিক সূত্রে জানা গেছে, শতবর্ষী জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যজনিত রোগে শনিবার রাতে মৃত্যুবরণ করেন।


জানাজার নামায ঠিক করা হয় রোববার সকাল ১১টায়। শনিবার রাতে পবিত্র এশার নামাজ আদায় শেষে বেশ কিছুক্ষণ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন জমসিদ আলী। রোববার সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরেই জানাজার ঠিক আগ মুহুর্তেই তিনি চলে যান না ফেরার দেশে।


রোববার বাদ আসর স্ত্রীর পাশেই তাকে শায়িত করা হবে। জমসিদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এ বিষয়ে স্থানীয় নকীখালি বাজারের ব্যবসায়ী মো. কাওছার খান জানান, এরকম দম্পতি খুব কমই দেখেছি। তারা একসাথে একজন আরেকজনের হাত ধরে ডাক্তারের যাওয়ার সময় বেশ কয়েকদিন তার সাথে কথা হতো। সবসময় তাদেরকে একসাথেই দেখা যেত। আজ একসাথেই তারা কবরে চলে গেলেন। এরকম ঘটনা বিরল।


জমসিদ আলীর ছেলে আব্দুল আজিজ বলেন, আমাদের আম্মার মৃত্যুর পর রোববার সকাল সাড়ে ১১টায় জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়ে ছিল। এর ঘন্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে, আমরা তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে বাড়িতে আসার পর আম্মার জানাযার নামাজের ১০/১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সাথে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্ঠদায়ক।


ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি