বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

  • প্রকাশের সময় : ০২/০২/২০২৫ ১২:২৪:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ঘোষণা করার প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডাররেশনের ব্যবস্থাপনায় সিলেট জোন দিয়ে শুরু হয়েছিল ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ।  


আজ শেষ হয়েছে সিলেট পর্বের খেলা।


যেখানে ফাইনালে সুনামগঞ্জ জেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা ফুটবল দল।


আবুল মাল আব্দুল মুহিত স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালে সেরা হয়েছেন সুনামগঞ্জ জেলা ফুটবল দলের জায়েদ খান।


সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড সমীর আহমেদ। আর সিলেট জোনের প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের নুহান আহমেদ।

 

আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লিগের চট্টগ্রাম জোন-১ এর খেলা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি