বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

লন্ডন-বাংলা প্রেসক্লাবের 'হাইয়েস্ট রিপোর্টিং এন্ড প্রেজেন্স অ্যাওয়ার্ড' পেলেন রনি

  • প্রকাশের সময় : ০১/০২/২০২৫ ০৬:৩০:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
16

হাইয়েস্ট সংবাদ প্রকাশ ও সংবাদ সম্মেলনে সর্বোচ্চ উপস্থিতির জন‍্য লন্ডন-বাংলা প্রেসক্লাবের বার্ষিক (হাইয়েস্ট রিপোর্টিং এন্ড প্রেজেন্স অ্যাওয়ার্ড) পেয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন  নিউজ২৪ এর যুক্তরাজ্য প্রতিনিধি ও ইকরা বাংলা টেলিভিশন ইউকের চীফ রিপোর্টার এবং বাংলাপেইজ২৪ ডটকমেকর সম্পাদক খালেদ মাসুদ রনি।


প্রবাসের মাটিতে সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন প্রেসক্লাব প্রতি বছর একজন সাংবাদিককে এ সম্মাননা দিয়ে থাকে।


প্রায় দেড় শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে গত সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডন এন্টারপ্রাইজ হল রোমে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ সম্মাননা প্রদান করার হয়।এছাড়াও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সক্রিয় ভূমিকা রাখায় রুপি আমিন ও ফয়ছল মাহমুদকে যৌথভাবে সম্মাননা প্রদান করা হয়।


অ্যাওয়ার্ড পেয়ে খালেদ মাসুদ রনি বলেন, আমার সাংবাদিকতা জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। তবে এটা ব্যতিক্রম অনুভূতি, কারন এই ক্লাবের ২৮৮ জন সদস্যের মধ্যে আমিও একজন সদস‍্য।আমাকে সম্মাননার জন‍্য মনোনিত করায় প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল সম্মাননা মানুষের কাজের অনুপ্রেরণা যোগায়।আমি সবার কাছে দোয়া চাই পরবর্তী জীবনের জন্যে, পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারি। সততার সংঙ্গে দায়িত্ব পালন করবো এটাই শেষ মুহূর্তের প্রতিজ্ঞা।


প্রসঙ্গত: খালেদ মাসুদ রনি ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দৈনিক মানবজমিন পত্রিকায় বাংলাদেশ ও লন্ডনে কাজ করেছেন। মানবজমিনের এর আগে বাংলাবাজার ও যুগভেরীর পত্রিকায় কাজ করেন। তিনি বিশ্বানাথ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত এটিএন বাংলা ইউকেতে কাজ করেন এবং ২০১৬ সাল থেকে বাংলাপেইজ নামে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করে যাচ্ছেন।


তার দেশের বাডড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা এলাকায়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি