ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের প্রয়াত সভাপতি কেতকি রঞ্জন আচা্র্য্য এবং প্রয়াত সাধারণ সম্পাদক সাংবাদিক বিজয় রায় স্মরণে খেলাঘর আসরের পক্ষ থেকে এক স্মরণসভা আয়োজনের লক্ষ্যে কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ে এক প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল আলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জহির উদ্দিন দিনানের পরিচালনায় এ প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কনকচাঁপা খেলাঘর আসরের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক শিখা দে, ভাস্কর দত্ত, বিশ্বজিৎ আচার্য্য মুন্না, সদস্য সচিব বদরুল আমিন রুবেল, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, শুভাকাঙ্ক্ষী শংকর মোহন ধর, কনকচাঁপা খেলাঘর আসরের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অজিত কুমার দাস, কলি রায়, শামীমা নাসরিন শিপা, মৃদুল দাস, সঞ্জিব পাল মুন্না, দুলাল আহমদ, আনছার মিয়া, শাওন আচার্য্য প্রমুখ।