মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্ট হাউজ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গোপন সুত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কস্থ লন্ডন রেস্ট হাউজ নামের একটি রেস্ট হাউজের ২য় তলার একটি কক্ষে জুয়ার আসর থেকে ৯জন জুয়াড়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল ইসলাম (৩২), শরীয়তপুর গোসাইরহাটের চড় মাইজারী গ্রামের সাসির সরকারের ছেলে মাহিন সরকার (৩০), কামরাঙ্গীরচর হাসাননগরের আবুল হোসেনের ছেলে মো. সেলিম (৩২), শ্রীমঙ্গল সুইনগইড় গ্রামের লেদু মিয়ার ছেলে আবির আল আজাদ (৩০), শরীয়তপুরস সখীপুরের সরকারকান্দি গ্রামের আক্কাছ সর্দারের ছেলে মো. আজিজুল হাকিম (৩২), শরীয়তপুরের জাজিরা মালাকান্দি গ্রামের আমজাদ মালের ছেলে সুজন মাল (৩১), হবিগঞ্জ জেলার সুলতানসির উস্তার মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), কামরাঙ্গীরচরের রসুলপুরের সুবেদার সর্দারের ছেলে মো. মিজান (৩২), মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের ইরা মিয়ার ছেলে মাজ্জু মিয়া (৫০)।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নড়দ ৬৯ হাজার ৫০০টাকা উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ী। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া খেলা আইনে নিয়মিত মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।