বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ উপজেলা আ.লীগ নেতা শরিফ গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৯/০১/২০২৫ ০৭:৫০:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
177

সিলেটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো.শরিফ উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃত শরিফ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল।


তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আ.লীগ নেতা শরিফকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি