বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ২৯/০১/২০২৫ ০৪:০৪:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
158

সিলেট নগরীতে অভিজাত রেষ্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ ‘কাচ্চি ডাইন’-এ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে  ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে অধিদপ্তরের সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 


অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা বলেন- কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারাসহ বিভিন্ন অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়। 


নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি