বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক

  • প্রকাশের সময় : ২৯/০১/২০২৫ ০১:৫৭:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ড. মিজানুর রহমান আজহারী
Share
199

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে, তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছে।


আজহারী তার পোস্টে বলেন, ‘আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে।’


আরও পড়ুন: বিশৃঙ্খলা ধাক্কাধাক্কিতে সিলেটের মাহফিল থেকে ক্ষুব্ধ আজহারীর বিদায়


আজহারী জানান, তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে— আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।’

 

আজহারী তার পোস্টে উল্লেখ করেন যে, স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছেমতো কিছু লিখতে বা বলতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।’


আরও পড়ুন: আজহারীর মাহফিলে মোবাইল-স্বর্ণ চুরির হিড়িক

  

এছাড়া, তিনি তার ফলোয়ারদের বলেন, ‘প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেয়ার ছিল। কিন্তু রিচ ডাউন হওয়ার কারণে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে।’

 

তিনি তার নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ জানিয়েছেন এবং অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন।

 

ফেসবুকে এই রেস্ট্রিকশনের কারণ হিসেবে আজহারী একটি পোস্টের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘পূণ্যভূমির বীর সিপাহসালার ইসমাইল হানিয়া...’ লিখেছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি