বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • প্রকাশের সময় : ২৮/০১/২০২৫ ০১:৩৪:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেছেন, কমলগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।


তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি কমলগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।


সোমবার (২৭ জানুয়ারি) বিকালে ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর উপরোক্ত কথাগুলো বলেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পাল।


মতবিনিময় সভায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, আব্দুল হান্নান চিনু, মুজিবুর রহমান রঞ্জু, বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, এম এ ওয়াহিদ রুলু, শাব্বির এলাহী, নুরুল মোহাইমীন মিল্টন, মো. মোস্তাফিজুর রহমান, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ সহ আরো অনেকে। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি