বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২৬/০১/২০২৫ ০৩:২৯:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
28

‘ঐক্য বদ্ধ হয়ে কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গাড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন করা হয়েছে।


রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আঞ্জুমানারা রুবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  হীড বাংলাদেশের সিআরপি অসিত পাল। 


এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, হীড বাংলাদেশ এর প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা কুষ্ঠ রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।  


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি