বানিয়াচংয়ে কমিউনিস্ট পার্টির গণতন্ত্র অভিযাত্রার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪ টায় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বানিয়াচং শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গনতন্ত্র অভিযাত্রার পথসভায় কমরেড আতাউর রহমান মিলনের সভাপতিত্বে ও কমরেড আবু বকরের সঞ্চলনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সহকারী সম্পাদক কমরেড আজমান আহমেদ ও জেলা কমিটির অন্যতম নেতা কমরেড রঞ্জন কুমার রায় প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, দ্রবমূল্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানোরসহ জুলাই-আগষ্টের হত্যাযজ্ঞের প্রকৃত সংখা সুনির্দিষ্ট করে দ্রুত বিচার করা ও আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পূণর্বাসন করাসহ আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানান।
পথসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।