বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সিলেটে ২ কোটি টাকার দেশি-বিদেশি চোরাই মালামাল জব্দ

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৬:২৮:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
35

সিলেটে পৃথক অভিযানে ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার দেশি-বিদেশি মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


শুক্রবার দিবাগত রাত (২৫ জানুয়ারি) ও শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে চোরাই মালামাল জব্দ করা হয়।


শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।


বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ ও পাথরকোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ডালিম, কমলা, চিনি, ক্রিম, রিং গার্ড, ফেসওয়াশ, সানগ্লাস, চকলেট, ক্যান্ডি, জিলেট ব্লেড কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৭ লাখ ৫০ হাজার  ৬২৫ টাকা বলে বিজিবি জানিয়েছে।


এব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি