বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৫:৫৬:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট নগরীর শাহজালাল উপশহর প্রাতঃভ্রমণ ক্লাবের বার্ষিক ফ্যামিলী ডে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৫ জানুয়ারি) সকালে খাদিম টি-এস্টেটে অনুষ্ঠিত হয়।


ক্লাবের সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অব. পুলিশ সুপার কায়সার আহমদ হায়দরী, এম.সি কলেজের সাবেক অধ্যক্ষ ও ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, খাদিম টি-এস্টেট এর ম্যানেজার আতিকুর রহমান। বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাদ উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রশীদ মছরু, ক্লাব সদস্য আবু তাহের চৌধুরী, ওয়াহিদুজ্জামান মৃদা, আহমদ মাহবুব ফেরদৌস, আনু জামিল, দুরুদ মোহাম্মদ প্রমুখ।


পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুকিত লস্কর।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি