সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অফিসার চয়েজ মদসহ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান, এএসআই আশরাফ খান সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর-পান্ডারগাও বাজারে অভিযান পরিচালনা করে ১২১ বোতল ভারতীয় মদসহ একজন সক্রিয় মাদক কারবারিকে আটক করেন পুলিশ।
আটককৃত আসামী হলেন ছাতক উপজেলার-দক্ষিণ বড় কাপন গ্রামের সুরুজ মিয়ার পুত্র মোঃ জয়নাল (৩৫)। তিনি একজন সক্রিয় পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, আটককৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এবং তাঁর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।