বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ যাদের সঙ্গে খেলবে

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৪:৪৩:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

সমীকরণ ছিল খুব সহজ। ভারতে ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিটের জন্য আইসিসি চ্যাম্পিয়নশিপ টেবিলে অন্তত শীর্ষ ছয়ে থাকতে হতো, আর তার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের ২টিতে জিততে হতো বাংলাদেশের মেয়েদের। সেই সুযোগ হারিয়ে ফেলেছে টাইগ্রেসরা।


সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতে বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার সম্ভাবনা টিকিয়ে রেখেছিল। কিন্তু আজ তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে গেছে তারা। ফলে চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের সমান ২১ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা নিউজিল্যান্ডকে টপকানো হলো না নিগার সুলতানা জ্যোতিদের। নেট রানরেটে এগিয়ে থাকায় সরাসরি বিশ্বকাপের টিকিট পেল কিউই মেয়েরা।


টেবিলের দুইয়ে থাকা ভারত টিকিট পেয়েছে স্বাগতিক হিসেবে। ভারত ও নিউজিল্যান্ড ছাড়া সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া অন্য ৪টি দল হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।


বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট না পেলেও বাংলাদেশের সুযোগ শেষ হয়ে যায়নি। ভারতে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপ হবে ৮ দল নিয়ে। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে। সেখানে বাংলাদেশও খেলবে।


বাছাইপর্ব হবে ৬ দল নিয়ে। যেখানে আছে চ্যাম্পিয়নশিপ টেবিলের সপ্তম থেকে দশম স্থানে থাকা ৪টি দল, বাকি ২টি নারীদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পরবর্তী স্থানের। বাংলাদেশ ছাড়াও সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলো হলো আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পরবর্তী ২টি দল স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এই ৬টি দল বাছাইপর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ বাংলাদেশের ম্যাচ ৫টি আর প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।


প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলার পর শীর্ষ ২ দুই দল বিশ্বকাপের টিকিট পাবে। বাছাইপর্বের ম্যাচগুলোর সূচি এখনও নির্ধারিত হয়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি