বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

রিজেন্ট পার্ক রিসোর্টে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এমডি

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৩:৩৩:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
568

রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে রিসোর্টে কুকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন প্রতিষ্টানটির ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন। 


শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে এলাকাবাসী আয়োজিত পরামর্শ সভায় উপস্থিত হয়ে বক্তব্যদানকালে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে রিসোর্টে কুকর্মের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান।


বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও সাংবাদিক হাজী এম আহমদ আলীর পরিচালনায় পরামর্শ সভায় রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বলেন, ঘটনার সুন্দর সমাধানের জন্য এলাকার মুরব্বিয়ানদের প্রতি তিনি ভরসা রাখেন, তিনি মনে করেন এই এলাকার মুরব্বিয়ানরা এর সুন্দর সমাধান দিতে পারেন এজন্য তিনি মামলায় যেতে চান নাই। প্রশাসনের চাপে তিনি মামলা দিতে বাধ্য হয়েছেন। এলাকাবাসী বসে এর সমাধান আসলে তিনি মামলা তোলে নিবেন।


পরামর্শ সভায় সিলাম ইউনিয়নের মুরব্বিয়ানদের পাশাপাশি বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী আব্দুস শহীদ মাস্টার, সার্জেন্ট অবসরপ্রাপ্ত আজিজুর রহমান গেদন, আনোয়ার হোসেন আনা মিয়া, মো. ফজলু মিয়া, নেছার আলী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, রিজেন্ট পার্ক রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর হেলাল উদ্দিন, রিজেন্ট পার্ক রিসোর্টের স্বত্বাধিকারী আব্দুল মোমিত চৌধুরী মঞ্জু'র পক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অঞ্জন কুমার পাল, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত,  বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান নুনু, সিলাম ইউপি ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য সাদিক মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম মাসুম, জামাল উদ্দিন, শাহিনুল কবির মাস্টার, বিশিষ্ট মুরব্বী শফিকুল ইসলাম, জেলা জাতীয়পার্টি নেতা আহসান হাবিব মঈন, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সভাপতি সাব্বির আহমদ, ছাত্রশিবির সাবেক নেতা মাহবুব বখত, শিক্ষানবিশ আইনজীবী নুরুল ইসলাম সহ সিলাম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।


সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলে বিশাল মানববন্ধন ও পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি