বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৫ ০৯:২৫:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

কানাইঘাটে নক্তিপাড়া স্বপ্নসিঁড়ি যুব সংঘ মমতাজগঞ্জ—এর  ‘স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ইং’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সংগঠনের সভাপতি সাইফুল আলম দুদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও সিনিয়র সদস্য বাবুল আহমদের যৌথ সঞ্চালনায় শুরু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান চৌধুরী।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- পরিশ্রম সততা ও আন্তরিকতা কাজের সাফল্য জীবনের প্রাপ্তি ও সার্থকতা আনে।  আমরা যেখানে যাই লক্ষ্য ঠিক করে কাজের মাধ্যমে  মানুষের মন জয় করে বড় স্বপ্ন দেখাতে হবে। কথা দিয়ে নয় কাজের মাধ্যমে আমাদের বড় হতে হবে।  জীবনের লক্ষ্য ঠিক করতে হলে টার্গেট করে পরিশ্রমী হয়ে মানুষের মত মানুষ হতে হবে। তিনি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন (সাজু), সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজী) আবু নছর মোহাম্মদ সুফিয়ান, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, মমতাজ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কলিম উদ্দীন, জেরিন টি এস্টেট মৌলভীবাজারের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আলী, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ বদরুল আলম, আল হেরা দাখিল মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মাহবুবুর রহমান, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার ফারজুক আহমদ, লোভাছড়া আদর্শ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, শাহ মাদার দনা মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নিজাম উদ্দিন, আল হেলাল খেদমতে কুরআন পরিষদের সভাপতি হাফিজ শাহিদ আহমদ শাহিন ও আহ্বায়ক মোঃ আলমগীর চৌধুরী, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখে শিক্ষার্থী এহসানুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন স্বপ্নসিঁড়ি যুব সংঘের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হাফিজ সুলতান মাহমুদ এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল আলম দুদু।


স্বপ্নসিঁড়ি যুব সংঘের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, পরে মেধাবৃত্তি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন  অতিথিরা। উল্লেখ্য,  স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪- এ কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মোট  ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করে।


অংশগ্রহণকারীর মধ্যে ২৮ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি