রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

বানিয়াচং সঃ বাঃ উচ্চ বিঃ মেধা তালিকায় শ্রেষ্ঠ খান সিরাজুম মনিরা

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২৫ ০৯:০৬:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
106

বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধা তালিকায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে খান সিরাজুম মনিরা (নুজহাত)। তার মোট প্রাপ্ত নম্বর ৯'শ ৪১। 


সে চৌধুরী পাড়া গ্রামের পিতা মোঃ আছাদ খান ও মাতা  মোছাঃ তুহিন আক্তার চৌধুরীর একমাত্র কন্যা। 


খান সিরাজুম মনিরা নবম শ্রেণি থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। নবম শ্রেণিতেও মেধা তালিকায় দ্বিতীয় ছিল।


সে চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ক্লাসে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। পরে বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। 


বিষয়টির সত্যতা জানিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, খান সিরাজুম মনিরা ছোটবেলা থেকেই মেধাবী ছিল। প্রত্যেক ক্লাসে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন, খেলাধুলাসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব, প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের সাথে আচার আচরণে শিক্ষকরা মুগ্ধ। আমরা তাকে নিয়ে খুবই গর্ববোধ করছি। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 


খান সিরাজুম মনিরা নুজহাত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তাঁর পিতা, মাতা ও সে সকলের কাছে দোয়া প্রার্থী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি