বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

শরীরে সাকিবের নাম লেখা দর্শকদের জামা পরালো পুলিশ

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২৫ ০২:০১:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে শুরু থেকেই দর্শকরা সাকিব আল হাসানের নামে লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ করছিলেন। এতে কয়েকজন সাকিব ভক্ত ভিন্নপন্থা অবলম্বন করেন, তারা নিজেদের শরীরে সাকিবের নাম লিখে আসেন। ৫ জন দর্শক, তারা প্রত্যেকে নিজেদের বুকে সাকিবের ইংরেজি নামের একটি করে অক্ষর লিখে আনেন। এরপর গ্যালারিতে পাশাপাশি দাঁড়ালেই ‘সাকিব’ লেখা ফুটে উঠছিল।


মুহূর্তের মধ্যে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর পুলিশ এসে ওই ভক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মাঠের বাইরে নিয়ে যায়। পরে জামা পরে থাকতে হবে শর্তে আবার গ্যালারিতে নিয়ে আসা হয় তাদের। এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, ‘সাকিব তো আর এখন ক্রিকেটার না, রাজনীতিবিদ। তার নাম লিখে মাঠে আনলে বাকিদের রোষানলে পড়তে পারে ওরা। ওদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’


উল্লেখ্যে সাকিব এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। যদিও টেস্টে মিরপুরে শেষ ম্যাচ খেলতে চেয়েও পারেননি।  আর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইলেও বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় দলেই জায়গা পাননি। গত ৫ই আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের হয়ে মাগুরা ১ আসনের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি, যে কারণে খেলা হয়নি বিপিএলও।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি