বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
জেন জি বাংলাদেশের অনলাইন জরিপ

অনলাইন জরিপে এগিয়ে আওয়ামী লীগ

  • প্রকাশের সময় : ২২/০১/২০২৫ ১০:১৬:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
203

বাংলাদেশে আগামী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক অনলাইন জরিপে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। এই জরিপের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের ধারেকাছেও নেই অন্যদলগুলো।


জেন-জি বাংলাদেশের ফেসবুক পেইজে  পরিচালিত অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৯ জানুয়ারী ২০২৫ইং পর্যন্ত আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন ৩২১২৮৮ জন, জামায়াতকে ১১৫০৭৭ এবং  বিএনপিকে সমর্থন জানিয়েছেন ৭১০৯৫ জন অনলাইন এক্টিভিষ্ট।


ওই পেইজের কমেন্ট বক্সেও শতকরা ৯৫ জন মানুষ আওয়ামী লীগের পক্ষে কমেন্ট করছেন এবং বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী ছাত্রসংগঠনের সমালোচনাও করতেও দেখাগেছে। তবে অনেক কমেন্টে আওয়ামী লীগেরও সমালোচনা করতে দেখা গেছে।


এদিকে অনলাইন জরিপের সমর্থন নিয়ে জেন- জি বাংলাদেশ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তার বলেন,আমরা অনলাইন ভোট আয়োজন করেছি, এটা ভাইরাল হয়েছে আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কমেন্ট করেছে।আলোচনা সমালোচনা হয়েছে এবং এই ভোটে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে শতভাগ সত্য!  সবকিছুই ঠিক আছে আমরা দেখতেছি সাথে সাথে আওয়ামী লীগের বেশ কিছু ফলোয়ার আমাদের সাথে যুক্ত হয়েছে তারা কি করতেছে আমাদের অন্যান্য পোস্ট এগিয়ে জয় বাংলা, ওদের সময় শেষ বিভিন্ন গালাগালি মন্তব্য! এবং নতুন পোস্টে রাজনৈতিক কোন যুক্তি নাই তর্ক নাই সেগুলো তো এসে জয় বাংলা হেনতেন ইত্যাদি!


ইসলামিক পোস্টগুলোতে গালাগালি! আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের কমেন্ট দেখেছি অনেক সুন্দরভাবে কমেন্ট করেছে নীতিবাচক, কিন্তু কর্মীদের কমেন্ট দেখলে বমি আসে। 


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি