রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

জুলাইয়ের পর বিদেশি বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ

  • প্রকাশের সময় : ২২/০১/২০২৫ ০৮:২১:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
25

জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। অর্থবছরের প্রথম তিন মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের চেয়ে ৭১ শতাংশ কমেছে। যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।


চলতি অর্থবছরের শুরু থেকেই দেশজুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগ সরকার পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি। এরপরও কাটেনি অস্থিরতা, নানা দাবিতেই বিভিন্ন সংগঠন বারবারই পথে নেমেছে। সব মিলিয়ে অর্থনৈতিক কাঠামো ঝুঁকিতে পড়ে। যার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। 

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে এক বিলিয়ন ডলারের কম। জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশ থেকে সরাসরি বিনিয়োগ এসেছে ৯৬ কোটি ৯০ লাখ ডলার। আর এ সময় বিদেশি বিনিয়োগকারীরা ৮৬ কোটি ৫০ লাখ ডলার নিয়ে গেছেন। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ডলার। বছরের ব্যবধানে বিনিয়োগ কমেছে ২৫ কোটি ৬০ লাখ ডলার বা ৭১ শতাংশ। 

এমন সময় বিদেশি বিনিয়োগে খরার তথ্যটি সামনে এসেছে যখন বিনিয়োগ টানতে বিডা হিটম্যাপ ঘোষণা করেছে। তবে, সংশ্লিষ্টরা বলছেন দেশে আগেও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ খুব একটা অনুকূলে ছিল না। বিনিয়োগ আকর্ষণে অনেক অর্থনৈতিক অঞ্চল তৈরি হলেও সেগুলো ব্যর্থ হয়েছে।

ফরেন ইনভেস্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আখতার বলেন, ‘আমাদের একশটা প্রয়োজন নেই। আমরা ৩টা ভালো ইকোনমিক জোন যদি করতে পারি দেশের বিভিন্ন ভাগে, তাহলেই কিন্তু অনেক উন্নতি হবে। ঠিক মতো ফ্যাসিলিটি দিয়ে যেখানে পানি, গ্যাস, বিদ্যুতের সংযোগ আছে, সেটা যদি করতে পারি তার মাধ্যমেই কিন্তু বিনিয়োগ আসবে।’

চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে সর্বোচ্চ এফডিআই এসেছে যুক্তরাজ্য থেকে ৬২ দশমিক ২০ মিলিয়ন ডলার। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ৬১ দশমিক ৩৯ মিলিয়ন ও চীন থেকে বিনিয়োগ এসেছে ৫৫ দশমিক ৮৯ মিলিয়ন ডলার । সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি