বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

আমেরিকার স্বর্ণযুগ এখন থেকেই শুরু: ট্রাম্প

  • প্রকাশের সময় : ২১/০১/২০২৫ ০১:২২:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

শপথ নিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকেই শুরু হচ্ছে।


সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।


ট্রাম্প বলেন, আজকের এই দিন থেকেই আমাদের দেশ উন্নতি করবে এবং সম্মানিত হবে।  আমি খুব সহজেই আমেরিকাকে প্রথমে রাখব।


আমেরিকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার হবে, বিচারব্যবস্থার ভারসাম্য পুনঃস্থাপিত হবে।


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে অমানবিক, সহিংস ও অন্যায়ভাবে অস্ত্র ব্যবহারের অবসান ঘটবে।


আমাদের প্রথম অগ্রাধিকার হবে এমন একটি জাতি তৈরি করা, যেটি হবে গর্বিত, উন্নত ও স্বাধীন।

ট্রাম্প এক পর্যায়ে তার ভাষণে বলেন, আমেরিকা শিগগিরই আগের চেয়ে আরও মহান, আরও শক্তিশালী এবং অসাধারণ হয়ে উঠবে।


আত্মবিশ্বাসী ও আশাবাদী হয়ে প্রেসিডেন্ট পদে ফিরে এসেছেন বলে জানিয়ে তিনি বলেন, এটি তার দেশের সাফল্যের নতুন যুগের শুরু মাত্র।


ট্রাম্প বলেন, সূর্যালোক পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এই সুবিধা নেওয়ার একটি সুযোগ আমেরিকার রয়েছে, যা এর আগে কখনো ছিল না।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি