বিলেতে সিলেটের দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও এক গালা ডিনার পার্টির অনুষ্ঠানিত হয়েছে।
রোববার রাতে পুর্ব লন্ডনের একটি হলে অনুষ্টিত হয় এ অভিষেক ও ডিনার অনুষ্টানটি।
সংগঠনের সাধারন সম্পাদক ফেরদৌস শেরদিল ও যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকিকুর রহমান আকিক।
এসময় অতিথি হিসাবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আখলাকুর রহমান লুকু মিয়া , সাবেক ছাত্র নেতা জনাব আ স ম মিসবাহ শাহাদত, সামসুজ্জামান সাবুল, মৌলানা হাফেজ মোহাম্মদ জিল্লু খান, জহির উদ্দিন বাবর প্রমুখ।
মৌলানা সাদেকুর রহমানের প্রবিত্র কোরআন তেলাওয়তের মাধ্যমে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন মহিউদ্দিন আলমগীর, রোটারিয়ান সাহিন শাহ আলম চৌধুরী, মোহাম্মদ মুজিব হোসেইন, আকতার হোসেন, উসমান আলী, সাহান চৌধুরী, খালেদ সিকদার , হুমায়ুন কবির, শমসের মিয়া, আকরাম আহমেদ, সোহেল মুরাদ, শাহ ইমরান, কামরান সিকান্দারী, শাহান চৌধুরী, শহিদুল ইসলাম, কয়েস, মোহাম্মদ শাহজাহান, ফয়সাল আহমদ, মোহাম্মদ সবুর হোসেন, ইমরান হাসনাত জুমান, পারভেজ আহমদ, সুফিয়ান চৌধুরী প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান এডভোকেট মুজিবুল হক মনি।
সভায় বক্তারা নতুন কমিটির জন্য দক্ষিণ সুরমা বাসির কাছে দোয়া চেয়ে এলাকার সার্বিক উন্নতি কামনা করেন।