রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ২০/০১/২০২৫ ০২:২৪:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
55

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি, জিরা ও বিড়ি জব্দ করেছে বিজিবি।


সোমবার (২০ জানুয়ারি) ভোরে চিনাকান্দি বিওপির টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চালকবিহীন চারটি মিনি ট্রাক আটক করেন।


এসব ট্রাকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা পাওয়া যায়। আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।

  

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে।’  

 

আটককৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমাদানের প্রক্রিয়া চলছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি