রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সুনামগঞ্জেও আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার

সিলেটের পর এবার সুনামগঞ্জেও দাপট দেখিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা

  • প্রকাশের সময় : ২০/০১/২০২৫ ১২:২৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
576

সিলেটের পর এবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দাপট দেখিয়েছেন আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা। রোববার (১৯- জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তিনি পেয়েছেন ২৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী আইনজীবী হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ ভোট। 


সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আজাদুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ, এস, এম মাহমুদুল হাসান, তিনি পেয়েছেন ১৮৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবুল বাশার পেয়েছেন ১৭৬ ভোট।সদস্য পদে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন। 


এছাড়া সহ-সাধারন সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়েল আবেদীন, পাঠাগার সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আইন সম্পাদক মুসফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ফরহাদ উদ্দিন,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আকিক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  


এদিকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি সম্পাদকীয় পদের মধ্যে ৭টিতেই আওয়ামীপন্থীদের বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি