বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

একযুগ পূর্তিতে শামীমাবাদ ইনডোর ক্রিকেট ক্লাব’র বিশেষ টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : ১৯/০১/২০২৫ ০৩:২৭:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
65

সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ‘শামীমাবাদ ইনডোর ক্রিকেট ক্লাব’র একযুগ পূর্তি উপলক্ষে বিশেষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(১৮ জানুয়ারি) বিশেষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের মধ্যে থেকে আলাদা টিম গঠন করে  এ দিন সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত খেলা। এতে চ‍্যাম্পিয়ন হয়েছে টিম হিমান।


সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে পুরষ্কার বিতরণ ও নৈশোভোজের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার(১৭জানুয়ারি) টুর্নামেন্ট উপলক্ষে ক্লাবের সদস্যদের জার্সি উন্মোচন করা হয়।


লন্ডন থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হুসাইন ও রাহিমুজ্জামান। এছাড়া টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের আরেক প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মাছুম।


টুর্নামেন্ট পরিচালনা করেন সাজন আহমেদ, মুহতাসীম শাহরিয়ার সাকিব,আহনাফ মাহদী, অনিক চন্দা, সুমন, রুহেল আহমেদ,বডি শিব্বির ,আবির, ফাহিম, উজ্জ্বল প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি