রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ সাংবাদিক এ এস মোহাম্মদ সিংকাপনীর ইন্তেকাল

  • প্রকাশের সময় : ১৮/০১/২০২৫ ০৩:৩৮:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

বৃটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক, সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর ও পিকাডেলী মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ১টা ২০ মিনিটে লণ্ডনের হুইপস ক্রস হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ভাই, দুই ছেলে, চার কন‍্যা ও অনেক নাতি নাতনী রেখে গেছেন। তিনি ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদির চৌধুরী সিংকাপনী (রঃ) এর দ্বিতীয় ছেলে। তিনি রেডব্রিজ কাউন্সিলের ওয়ানস্টেড লেইনে বসবাস করতেন ।মরহুমের গ্রামের বাড়ি ছিল-মৌলভীবাজার উপজেলার ঐতিহ‍্যবাহী সিংকাপন গ্রামে। তিনি ১৯৫৯ সালে যুক্তরাজ‍্য আসেন ।ক‍্যাটারিং ও ট্রেভেলস ব‍্যবসার সাথে তিনি জড়িত ছিলেন।


উল্লেখ্য -গত ৭ই জানুয়ারি মরহুমের স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ লণ্ডনে ইন্তেকাল করেন।


মরহুম আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী একজন দানশীল ব‍্যক্তিত্ব ছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অকাতরে দান করে গেছেন। গরীব দুঃখীদের বিভিন্নভাবে সাহায‍্য করেছেন। তিনি জীবনে বহুবার হজ্ব ও ওমরাহ পালন করেন।


তিনি ছিলেন সিংকাপনী মাওলানা ব্রাদার্স এণ্ড সন্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, লণ্ডনের সহ এলাকার প্রাইমারী স্কুলের সাবেক স্কুল গভর্নর ও বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সাবেক জয়েন্ট সেক্রেটারী।তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক মরহুম গৌছ খানের সাথে মিলে সভা সমাবেশ ,বিভিন্ন শহরে গমন ,জনমত গঠন, চাঁদা সংগ্রহ প্রভৃতি কাজে অংশ নিয়েছেন।


সিংকাপনী মাওলানা পরিবারের পক্ষ থেকে ছোট ভাই কে এম আবুতাহের চৌধুরী তাঁর রুহের মাগফিরাতের জন‍্য সকলের দোয়া কামনা করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি